শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

গ্যাস সংকটে সিলেটবাসীর শেষ ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

সিলেটের গ্যাস আজ সমগ্র বাংলাদেশে । জ্বালানি খাতে বিশেষ ভুমিকা পালন করছে সিলেট । কিন্তু পরিতাপের বিষয় আওয়ামী লীগ সরকার এই নিয়ে তৃতীয়বার সরকার গঠন করলেও সিলেটের জনগণের চাওয়া পাওয়া মেঠাতে পারেনি । কারন সিলেটবাসীর ঘরে আজ জ্বালানি ক্ষেত্রে গ্যাস’র অভাব । নিজের বাড়ির গ্যাস নিজেরা না পেয়ে অসহায়ত্ব বরন করছেন ।

নিজের খনিজ সম্পদ সারাদেশে ছড়িয়ে ছিঠিয়ে রয়েছে। রহস্যজনক কারনে সিলেটের মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও এনিয়ে জাতীয় সংসদে মূখ খুলতে রাজি নয় । অথচ ভোট আসলে সেই হতভাগা ভোটারদের ধারে ধারে গিয়ে হাঁত পেতে ভোট ভিক্ষাচান সেই লেবাসধারি মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিরা । এর চেয়ে লজ্জার আর কি হতে পারে ।

ইদানিং সিলেটের জনগণ হাঁঠুগেরে মাটে নেমেছেন গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে । কখনও মানববন্ধন আবার কখনও লিফলেট বিতরণ ফের সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকঠ গ্যাস সংযোগের জন্য স্মারকলিপি প্রেরণ। চেষ্টায় কোন ত্রæটি রাখছেন না সিলেটের সর্বমহল । এতকিছুর পর টনক নড়ছেনা সরকারের ।

বাংলাদেশের প্রথম গ্যাসক’প হলো জৈন্তাপুর উপজেলার (৭নং- গ্যাসক’প) হরিপুর এলাকায় । সেখানেও দেখা যায় একই হাহাকার । চারদিকে শুধু গ্যাসের সংকট । সিলেট শহড় এলাকায় কিছুটা গ্যাস সংকট কম থাকলেও উপজেলাগুলো একেবারে ফাঁকা । প্রচুর গ্যাস থাকা সত্তেও সংকটের রহস্য খুঁজে বের করা বড়ই কঠিন । এনিয়ে জনগণের মধ্যে তীব্র সমালোচনা-আলোচনার ঝড় বইছে । ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে । বিশেষ করে আওয়ামী লীগ সরকারের দিকে তাদের সন্দেহের তীর ।

“তাদের মনে প্রশ্ন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কণ্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূ-কৌশলী নেত্রী হওয়ারপরও কেন সিলেটের পূণ্যভুমির লোকেরা গ্যাস পাওনা হতে বঞ্চিত।” সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সিলেটের এই জাতীয় ইস্যুটি বন্ধ রয়েছে । প্রধানমন্ত্রীর হাঁতের দিকে থাকিয়ে সিলেটের জনগণ আদৌ পর্য্যন্ত কঠোর আন্দোলনে কোন ডাক দিচ্ছেননা । তবে আজ না হয় কাল তার খেশারত গুণতে হবে সরকারকে । এমনটি আভাস পাওয়া যাচ্ছে সিলেটের প্রতিটি নাগরীকের চোঁখে মূখে ।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে- সিলেটের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের উপর আর বিশ্বাস রাখতে পারছেননা তারা । বিগত এগারো বছরের মধ্যে সিলেটে গ্যাস সংকট নিরসনে তারা কোন চেষ্টা করেননি । তাই তাদের শেষ ভরসাস্থল এখন প্রধানমন্ত্রীর উপরে । এতেযদি সিলেটবাসী বিতারিত হন তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন ।

এছাড়াও সূত্রটি জানায়, সিলেট জেলা-মহানগরের সরকারদলীয় নেতাকর্মীরাও এই দৈন্যদশায় লিপ্ত রয়েছেন । তারা প্রতিবাদমূখর হলে আজ সিলেটবাসী গ্যাস সংকটে পড়তোনা । হাতেগুনা ক’জন নেতাকর্মী প্রতিবাদি থাকলেও দলীয় শৃংখলার ভয়ে তারাও নিশ্চুপ । তাদের মনে ভয় শুধু দলীয় কোন্দলের মারপ্যাচে পড়ে শেষ পর্য্যন্ত না হয় পদটি হারাবেন ! সেই সৎসাহসও আজ তারা হারিয়ে ফেলেছেন । নেত্রীর নিকঠ জনস্বার্থে কথা বলার লেখা ও বলা’র ভাষা আজ তাদের নেই । এখন সিলেটবাসীর শেষ ভরসা হচ্ছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

 

এই বিভাগের আরো খবর