শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৮২

গান গেয়ে বাজিমাত করলেন ছাত্রলীগ সম্পাদক রাব্বানী

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

 

দক্ষ হাতে সংগঠন পরিচালনার পাশাপাশি এবার গান গেয়ে বাজিমাত করলেন ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগকে নিয়ে গাওয়া গানে কণ্ঠ দিয়েছেন রাব্বানী নিজেই। ইতোমধ্যে গানের ট্রেইলারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে গানটির ট্রেইলার ভিডিও আপলোড দেন। মাত্র ২২ ঘণ্টার মধ্যে ভিডিওটি প্রায় ২ লাখ মানুষ দেখেছেন। লাইক বাটনে ক্লিক করেছেন ১৯ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যেই গানটি শেয়ার হয়েছে ৫ হাজারের বেশি।
 
ভিডিওর ক্যাপশনে ছাত্রলীগকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে উপস্থাপন করেন রাব্বানী। গানটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসছে বলেও জানান তিনি। দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ভিডিও ট্রেইলারের সঙ্গে দেয়া ক্যাশপনটি হুবহু তুলে দেয়া হলো...

শীঘ্রই আসছে, ছাত্রলীগের নতুন গান

জয় জয় ছাত্রলীগ, বঙ্গবন্ধুর সৈনিক...
জয় জয় ছাত্রলীগ, শেখ হাসিনার সৈনিক!

গানটি আপলোডের পর কমেন্টেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগ ও গানের শিল্পী রাব্বানীর বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন অনেকেই। মাহফুজুর রাজ্জাক অনিক নামে এক ভক্ত প্রধানমন্ত্রীর প্রশংসা করে লিখেছেন, ‘আপার ছাত্রলীগ সেরা ছাত্রলীগ।’ তৌকির তপু নামে একজন কমেন্টেসে লেখেন, ‘ট্রেলারেই এতো চমক! পুরোটা প্রকাশ হলে না জানি আরো কতোটা অবাক হতে হবে!’

রাব্বানীর প্রশংসা করে জুয়েল আহম্মেদ খান লিখেছেন, ‘বহুমুখী প্রতিভার অধিকারী ভাই, হাসু আপার শ্রেষ্ঠ আবিষ্কার মানবিক ছাত্রনেতা, প্রিয় অভিভাবক গোলাম রাব্বানী ভাই। ভালবাসি ভাই।’

ইতোমধ্যে বেশকিছু কমেন্টেসের উত্তরও দিয়েছেন রাব্বানী। আশরাফুল আলম নামে এক ব্যক্তি কমেন্টেসে লেখেন, ‘নিজেদের সংগঠনের গান নিজে গাইছেন, ব্যাপারটা ভাল। তবে অনেক এডিট করা লাগবে সুর..। গলা ত.... আলহামদুলিল্লাহ।’ উত্তরে রাব্বানী লেখেন, ‘এডিট করবো, আশা করি শুনতে মন্দ লাগবে না।’

রাজনীতির মাঠে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও সবার আগে দেখা যায় রাব্বানীকে। মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তার দলের কর্মীরা তাকে ‘মানবতার ফেরিওয়ালা’ নামে ডাকেন। এবার দেখা যাক, শিল্পী হিসেবে গোলাম রাব্বানী কতটা গ্রহণযোগ্যতা পান?

এই বিভাগের আরো খবর