শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৫

খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীতে খোলাবাজারে ট্রাকে করে ৪৫ টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর পাঁচটি স্থানে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে বলে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন।

পর্যায়ক্রমে আরও বিভিন্ন স্থান থেকে ট্রাক সেল শুরু হবে বলে তিনি জানান।

টিসিবি জানিয়েছে, প্রতি ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। এক একটি ট্রাকে এক হাজার কেজি পেঁয়াজ রয়েছে।

গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের মূল্য ঊর্ধ্বগতি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয় সরকার।

প্রসঙ্গত ভারত পেঁয়াজের রফতানিমূল্য নির্ধারণ করে দেয়ায় দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। চার দিনের ব্যবধানে ঢাকাসহ সারা দেশে বাজারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা বেড়েছে।

দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে এলসি মার্জিন, সুদের হার হ্রাস, বন্দরে দ্রুত খালাস এবং নির্বিঘ্নে পরিবহন নিশ্চিত করতে সরকারের তরফ থেকে উদ্যোগ নেয়া হলেও তা কাজে আসছে না।

এই বিভাগের আরো খবর