শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৩

খাদ্যের সন্ধানে ক্ষুধার্ত বানর লোকালয়ে

শারমিন আক্তার

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

জামালপুরের মেলান্দহের বানিপাকুরিয়া গ্রামে এক ক্ষুধার্ত বানর ৪জানুয়ারি ভোর থেকে অবস্থান করছে। আগেরদিন মালঞ্চ এলাকায় অবস্থান করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে খাদ্যের সন্ধানে মধুপুর অথবা শেরপুর অঞ্চলের জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। একদিকে ক্ষুধার্ত অপরদিকে শিশু-কিশোরদের তান্ডবে বিব্রত অবস্থায় বানরকে দিকবিদিক ছুটাছুটি করতে দেখা গেছে। বেলা ১১টা পর্যন্ত বানরের সর্বশেষ অবস্থান ছিল বানিপাকুরিয়া গ্রামের ইত্তেফাকের সাংবাদিক শাহ্ জামালের বাড়িতে। সেখানে খাদ্য-পানীয় সরবরাহ করা হয়েছে। খাদ্য ভক্ষণের পর ঘরের চালায় কিছুক্ষণ ঘুমিয়ে বিশ্রামও নিয়েছে। এরপর স্থান ত্যাগ করে তহুর আলীর বাড়ির আঙ্গিনায় চলে যায়। এর আগে ভোরে মাওলানা রহমতুল্লাহর বাড়ির আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল। পরিবেশ ও প্রকৃতি রক্ষা সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান রবিনের মাধ্যমে বানর উদ্ধারের জন্য বনবিভাগকে অবহিত করা হয়েছে। স্থানীয়রা মনে করছেন-খাদ্যের সন্ধানে বানরটা ছুটাছুটির একপর্যায়ে বনের পাশ দিয়ে রাস্তায় চলাচলরত ট্রাক-কিংবা অন্য যানবাহন যোগে লোকালয়ে চলে আসতে পারে। শেরপুর বন বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন জানান-বানরকে কেও অত্যাচার না করলে কিংবা খাদ্য দিলে কোন ক্ষতি করবে না। দ্রুত বানরকে উদ্ধারের জন্য উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর