মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৪ ১৪৩০   ০৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫২

কেউ না খেয়ে থাকবে না- সচিব কবির বিন আনোয়ার

শারমিন আক্তার,

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। কেউ যেন না খেয়ে থাকে সে জন্য বর্তমান সরকার দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। জামালপুরের ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া.বরুল গ্রামে এসব কথা  বলেন। এ সময় তিনি বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন এবং বানভাসীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করেছেন।

সোমবার সন্ধ্যায় যমুনার দূর্গম চরাঞ্চলে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এ সময় জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্তি জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহ অন্যান্যরা সাথে ছিলেন।

এই বিভাগের আরো খবর