শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৯

কাশ্মীরে ঢুকে পড়ল চীনের তৈরি পাকিস্তানের কোয়াডকপ্টার

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

জম্মু-কাশ্মীরের আকাশসীমায় ঢুকে পড়ার পর পাকিস্তানের চালকবিহীন একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত। ওই কোয়াডকপ্টারটি চীনের তৈরি বলে জানিয়েছে দেশটির সেনা কর্মকর্তারা। 


ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল আটটার দিকে চালকবিহীন ড্রোনটি গুলি করে নামানো হয়। 

সংবাদসংস্থা এএনআইকে এক কর্মকর্তা বলেন, সকাল আটটার দিকে জম্মু-কাশ্মীরের কিরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের একটি কোয়াডকপ্টারকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনারা। 

কোয়াডকপ্টার’টি চীনা কোম্পনি ডিজেআই নির্মিত ‘ম্যাভিক-২ প্রো’ মডেলের বলে জানিয়েছেন তিনি।  

নজরদারির উদ্দেশ্যেই চালকবিহীন ওই কপ্টার-ড্রোনটি পাঠানো হয়েছিল বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।  

এই বিভাগের আরো খবর