শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৯

একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে ‘ভিন্ন ভাষার গোলাপ জল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে দ্বীপ সরকারের কাব্যগ্রন্থ ‘ভিন্ন ভাষার গোলাপ জল’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। মেলার ৫৬৫ নম্বর স্টলে বইটি ১৬০ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। বইটি সর্ম্পকে লেখক দ্বীপ সরকার জানান, ‘কাব্যগ্রন্থটি আমার মা-কে উৎসর্গ করা হয়েছে। আশা করছি, পাঠক হৃদয়ে বইটি জায়গা করে নিবে।’

‘ভিন্ন ভাষার গোলাপ জল’ বইটি সর্ম্পকে জনপ্রিয় লেখক আবুল কাইয়ূম মন্তব্য করে বলেন, ‘বইটি একটু নেড়েচেড়ে দেখলাম। ভালোই লিখেছেন। তবে কিছু ব্যাপার আছে, লেখক হিসেবে নিজ সৃষ্টির প্রতি ভালোবাসার কারণে আপনার বোঝার উপায় নেই। এগুলো বোদ্ধা পাঠকের কাছে ধরা পড়বে।’

বইটির ভূমিকা লিখেছেন কবি, প্রাবন্ধিক ও সমালোচক মতিন বৈরাগী। তিনি লিখেছেন, ‘কবিতার রাজ্যে দ্বীপ সরকার এখনও প্রস্তুতি পর্বে, তারপরও কবিতার প্রারম্ভিক ভাষ্য থেকে বেরিয়ে আসা উপ-ভাষাগুলোর উপস্থাপন তার কবিতা মনোবৃত্তিরই স্ফূর্ততা। আমি তাঁর প্রথম কাব্যগ্রন্থের সফলতা কামনা করি।’

‘ভিন্ন ভাষার গোলাপ জল’ কাব্যগ্রন্থটিতে মোট ৫৪ টি ভিন্ন স্বাদের কবিতা রয়েছে। ৬৪ টি পৃষ্ঠার বইটির চমকপ্রদ প্রচ্ছদ ও অলংকরণ পাঠককে আকৃষ্ট করবে বলে আশাবাদি লেখক।

উল্লেখ্য যে কবি দ্বীপ সরকার বগুড়া জেলায় ১ লা মার্চ ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম সরকার শহিদুর রহমান। তিনি ‘মাসিক কুয়াশা’ ম্যাগাজিন সম্পাদনা করে থাকেন। প্রতিনিয়ত জাতীয় দৈনিকে কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য মহলে তিনি এখন পরিচিত মুখ।