বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

উপেক্ষিত উপাখ‍্যান - বিমান বিশ্বাস

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১  

উপেক্ষিত উপাখ‍্যান
বিমান বিশ্বাস

সুখের পরাগ রেণু পাবার আশায়!
দুঃখের রাত্রিকে করেছি আমি আপন 
তাই,অবহেলাই সম্বল হলো আমার
 হৃদয় বীণার তারে।

বেঁকেচুরে; দুমড়ে মুচড়ে যাওয়া; পথহারা 
নিয়তির নির্মম ছলনায়, 
ভাঙলো আমার চৈতালি প্রেমের উপাখ্যান!

তোমরা হয়তো জানো না,
উষ্ণ অভ্যর্থনা পাইনি কখনোই আমার প্রেম!
পায়নি কখনো সে তৃষ্ণার স্বস্তি
ঝুঁকে পড়া দ্বিখণ্ডিত মনের
আনাচে কানাচে খুঁজি,
খুঁজি আমি লক্ষ্যহীন নিশ্চুপ সুখের নীল ফেনা।

তবুও অবক্ষয়ের পদচারণা শুনি কান পেতে,
শুনি আমি হৃদয়ের প্রতিটি রক্ত প্রবাহের তরঙ্গ ধ্বনিতে।

সেই কবেই বর্তমানকে সরিয়ে একমুঠো ভালোবাসা পাবার আশায়,
ভবিষ্যতকে নৈতিক বাঁধনে বাঁধতে সচেষ্ট হয়েছি।
তথাপি চোখের দৃষ্টিতে দেখি সেই করুণ আর্তনাদ।
খা-খা মরীচিকার আভাস পাই ক্ষনে ক্ষনে,
বাঁধ ভাঙা নিয়তির হাহাকার শুনি
শুনি মন আঙ্গিনায়!
নিষ্ঠুরতায় জেরে সে অশ্রদ্ধা আর অবজ্ঞার
আগুনে পুড়ে পায় অফুরান অবসর।

জঞ্জাল জমে আগুন্তক বেহিসেবি মনে,
সংকোচনের দুঃসহ ব‍্যথা বয়ে বেড়ায়
মৃতপ্রায় নিথর দেহে।

শূন্য ঘটিতে খুঁজি 
তৃষিত প্রেম;
খুঁজে পাই ব‍্যথার ব‍্যাকুলতা, 
টুকরো টুকরো ভাঙনের ঘ্রাণ আর
দুঃখের মূর্খামী।

এই বিভাগের আরো খবর