বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০

ঈদের আগে ৪০তম বিসিএসের ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯  

ঈদের আগেই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র। এ বছরের ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের জন্য পিএসসি দ্রুতগতিতে কাজ করছে। ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী।

এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার আর কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন।

ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে সূত্র জানায়, ফলাফল ঈদের আগেই প্রকাশ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি ঈদের আগেই ফলাফল প্রকাশ করতে পারব।

পিএসসি সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯.৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

এই বিভাগের আরো খবর