মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৪ ১৪৩০   ০৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৯২

আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ

তরুণ কণ্ঠ ডেস্ক,

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

 

দর্শকদের সামনে আজ হাজির হচ্ছেন নায়ক আসিফ আকবর। জনপ্রিয় এ সংগীতশিল্পীর প্রথম সিনেমা ‘গহীনের গান’ মুক্তি পাচ্ছে আজ। দেশের ২৫টি প্রেক্ষাগৃহে দর্শক ছবিটি উপভোগ করতে পারবেন। কথাসাহিত্যিক ও নির্মাতা সাদাত হোসাইন পরিচালিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল সিনেমা এটি। দেশের সিনেমা হলে মুক্তির পর ‘গহীনের গান’ একে একে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে। আসিফ আকবর ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন হাসান ইমাম, তানজিকা আমিন, কাজী আসিফ, তুলনা আল হারুন প্রমুখ। বাংলাঢোল প্রযোজিত এ সিনেমা বিষয়ে আসিফ আকবর বলেন, আমার অভিনীত প্রথম সিনেমা। তাই স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত।

অপেক্ষায় আছি দর্শকরা কেমনভাবে ছবিটি নেয়। সত্যি বলতে কী গান থেকে সিনেমা নির্মাণ একটি কঠিন কাজ। সেই কাজটি আমরা সর্বোচ্চ শ্রম দিয়ে ভালো কিছু দাঁড় করানোর চেষ্টা করেছি। ছবির পরিচালক তরুণ জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন অসাধারণ কাজ করেছে। বাকিরাও নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছে। কেমন করেছি, সিনেমাটি দেখে দর্শকরাই তা বিচার করবেন। তবে এটা বলতে পারি, ‘গহীনের গান’ মানুষের জীবনের কথা বলবে। ২০ কিংবা ৫০ বছর পরেও মানুষ সিনেমাটির কথা মনে রাখবে। এটাই এর মূল বৈশিষ্ট্য। ছবিটি প্রসঙ্গে নির্মাতা সাদাত হোসাইন বলেন, রাত পোহালেই এটি বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হবে। দর্শকেরা ছবিটি কীভাবে নেবেন  সেটা নিয়ে একধরনের চিন্তায় আছি। তবে আমার বিশ্বাস দর্শকেরা ছবিটি পছন্দ করবেন। কেননা গাননির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা বাংলাদেশে এই প্রথম।

এই বিভাগের আরো খবর