শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৮

আরামবাগ বাধা পেরিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯  

পাঁচ গোলের ম্যাচে তিন গোলই করেছেন আরামবাগ ক্রীড়া সংঘের খেলোয়াড়রা; কিন্তু ম্যাচ শেষে জয়ী দলের নাম বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দলটিকে যে একটি গোল উপহার দিয়েছেন আরামবাগের ডিফেন্ডার জাহিদুল ইসলাম বাবু! তার আত্মঘাতি গোলটিই বদলে দিয়েছে নীলফামারী স্টেডিয়ামের ম্যাচটির চিত্র।

রোববার শেখ কামাল স্টেডিয়ামে জম্পেস লড়াই হয়েছে স্বাগতিক বসুন্ধরা কিংস আর আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে। পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকা বসুন্ধরাকে ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মারুফুল হকের দল; কিন্তু সে চ্যালেঞ্জ জিতে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। পিছিয়ে পড়েও ম্যাচটি তারা জিতেছে ৩-২ গোলে।


প্রথম দুই গোলই আরামবাগের খেলোয়াড়দের। ২৩ মিনিটে আরিফুর রহমানের গোলে এগিয়ে যায় আরামবাগ। দুই মিনিট পর আরামবাগের জাহিদুল বাবু একটি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠালে ম্যাচে ফিরে আসে বসুন্ধরা কিংস। সর্বনাশটা সেখানেই হয় আরামবাগের।

ম্যাচে ফিরেই গর্জে উঠে নবাগত দলটি। বিরতির বাঁশি বাজার আগেই আরো দুই গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় কলিন্দ্রেসরা। ৩৪ মিনিটে কলিন্দ্রেসের পাস থেকে মতিন মিয়া এবং ৪২ মিনিটে আলমগীর কবীর রানার পাস থেকে ব্রাজিলিয়ান মার্কোস ডি সিলভা গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন বসুন্ধরা কিংসকে।

৫৩ মিনিটে জাহিদ হোসেন দারুণ এক ফ্রি-কিক থেকে গোল পায় আরামবাগ। বামপ্রান্ত থেকে নেয়া ফ্রি-কিকে মাথার সংযোগ ঘটিয়ে গোলমুখে বল ফেলেন ম্যাথু চিনেদু। লাইনের কাছাকাছি থেকে ডানপায়ের ভলিতে সে বল জালে পাঠান কিংসলে।

আগের ম্যাচে নোয়াখালীতে বিজেএমসির সঙ্গে গোলশূণ্য ড্র করে মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করেছিল বসুন্ধরা কিংস। ঘরের মাঠের এ জয়ে তা অনেকটা পুষিয়ে নিলো শিরোপা প্রত্যাশিরা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা। বুসন্ধরা কিংসের পর ৮ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে আবাহনী। এই হারে আরামবাগ পড়ে থাকলো ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।

এই বিভাগের আরো খবর