শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৫

আরও চার বছরের জন্য ঢাবি উপাচার্য আখতারুজ্জামান

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাময়িকভাবে দায়িত্ব পালন করে আসা উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সিনেট মনোনীত প্যানেল থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য এ নিয়োগ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে গত ৩১ জুলাই তিনজনের প্যানেল চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়ের সিনেট।

বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল স্থান পেয়েছিলেন।

অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ২০১৭  সালের ৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। সে সময় তিনি উপ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

এই বিভাগের আরো খবর