শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৫

‘আজীবন সম্মাননা’ পেলেন আলমগীর-রুনা লায়লা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৫ মে ২০২২  

ভারতে ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা। শনিবার (১৪ মে) সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
দুই বাংলার তারকাদের নিয়ে বসেছিল টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। এ আসরেই সম্মানিত করা হয়েছে আলমগীর-রুনা লায়লাকে।

সম্মাননা পেয়ে কলকাতা থেকে আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছি। সম্মাননাপ্রাপ্তিতে আমি খুব বেশি উচ্ছ্বসিত হই না বা সম্মাননাপ্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তাদের ধন্যবাদ।’

একই প্রসঙ্গে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা বলেন, ‘এ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আমি মনে করি, দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একই মঞ্চে আমরা দুজন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন।’

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার (১৩ মে) কলকাতা পৌঁছান আলমগীর ও রুনা লায়লা। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজ ও কোনাল প্রমুখ।

কলকাতা থেকে ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, নির্মাতা রাজ চক্রর্তী, শুভশ্রী গাঙ্গুলিসহ আরও অনেকে। 

এই বিভাগের আরো খবর