মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০   ০৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৪

অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ শুরু করেছে ডিএসসিসি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ শুরু হয়েছে। আজ বুধবার ধানমন্ডির সিটি কলেজ থেকে ল্যাবএইড হাসপাতল ও জিগাতলা বাসস্ট্যান্ডের এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান দুপুরে ধানমন্ডির ২ থেকে ৪ নম্বর রোড ও সকালে জিগাতলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বঙ্গবাজার ট্রাফিক সিগন্যাল হতে নগর ভবন হয়ে গুলিস্তান ও ফুলবাড়িয়া মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

ডিএসসিসি’র মেয়রের নির্দেশনার আলোকে ও ‘কেবল টেলিভিশন পরিচালনা আইন,২০০৬’ মোতাবেক ডিএসসিসি এলাকায় অবৈধ ক্যাবল সংযোগের বিরুদ্ধে কার্যক্রম চলমান থাকবে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমরা পরবর্তী দিনের কার্যক্রম শুরু করব।’

জানা যায়, ক্যাব‌ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৫ নম্বর ধারা অনুযায়ী সেবাপ্রদানকারী ক্যাব‌ল‌ সংযোগের কাজে কোন সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থানীয় কার্যালয়ের লিখিত অনুমোদন ব্যাতিত কোন স্থাপনা ব্যবহার বা সুবিধা গ্রহণ করিতে পারিবে না৷

আইনের উপ-ধারা ২৮ (২) অনুসারে, যদি কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ২ (দুই) বৎসর সশ্রম কারাদণ্ড বা অনধিক ১(এক) লক্ষ টাকা কিন্তু অন্যুন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অপরাধ পূনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক ৩ (তিন) সশ্রম কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷

এই বিভাগের আরো খবর