শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সৌদি আরব প্রবাসী শাহ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

অনিব‌ন্ধিত নিয়ম ব‌হিভূত প্রকা‌শিত অনলাইন নিউজ পোর্টাল ডেই‌লি কু‌মিল্লা নিউ‌জে  মানহা‌নিকর হয়রানীমুলক মিথ্যা বা‌নোয়াট সংবাদ প্রকা‌শের প্র‌তিবাদ জা‌নি‌য়ে‌ছেন সৌ‌দি প্রবাসী শাহ আলম । 

সংবা‌দের প্র‌তিবাদ জা‌নি‌য়ে তি‌নি তথ্যমন্ত্রীর দৃ‌ষ্টি অাকর্ষন ক‌রেন এবং তথ্যমন্ত্রীর ভূয়া অনলাইন নিউজ পোর্টা‌লের বিরু‌দ্ধে যে ঘোষনা দি‌য়ে‌ছেন তা দ্রুত কার্যকর ব্যবস্হা গ্রহ‌নের অনু‌রোধ জানান। প্রকা‌শিত সংবাদ প্রস‌ঙ্গে ধনুয়াখলার সৌদী প্রবাসী শাহ আলম জানান, যে অনলাই‌নে নিউজ হ‌য়ে‌ছে সে অনলাই‌নের সাংবা‌দিক কে তা অা‌মি চি‌নিনা। কা‌রো ব্য‌ক্তিগত জীব‌নে সাংবা‌দিকরা হস্ত‌ক্ষেপ কর‌তে পা‌রেনা সেটা দন্ডনীয় অপরাধ।

হস্ত‌ক্ষেপ করার কিছু বিষয় থা‌কে। অামার বিরু‌দ্ধে প্রকাশ হওয়া নিউজ পোর্টা‌লের সংবাদ টি প্রমান কর‌তে চ্যা‌লেন্জ ক‌রছি। কোন প্রমান ছাড়াই একচন মানুষ‌কে মাদ‌ক ব্যবসায়ী‌ হি‌সে‌বে প্রকাশ করা সাং‌বিধা‌নিক ভা‌বে অপরাধ। অা‌মি মাননীয় পু‌লিশ সুপার ম‌হোদয়‌কে বিষয়‌টি মোবাই‌লে অবগত করছি।

তি‌নি প্র‌তিবাদ লি‌পি‌তে জানান, অনলাইন নিউজ পোর্টা‌লের রে‌জিং নাম্বার সরকারী অনু‌মোদন ছাড়া প্রকাশ হওয়া তথ্য অ‌ধিকার নী‌তিমালাবী‌হিন। অা‌মি বিষয়‌টি সৌ‌দি থে‌কে তথ্যমন্ত্রনাল‌য়ে ইমেল কর‌ছি দ্রুত সমস্ত ভূয়া অনলাইন নিউজ পোর্টা‌লের বিরু‌দ্ধে দ্রুত ব্যবস্হা গ্রহন কর‌তে। প্রকা‌শিত সংবা‌দের প্র‌তিবাদ জা‌নি‌য়ে বিষয়‌টি নি‌য়ে অাইনগত ভা‌বে প্রমান করার চ্যা‌লেন্জ কর‌ছি। অা‌মি ম‌নে ক‌রি মানহা‌নিকর সংবাদ প্রকা‌শের কার‌নে অা‌মি অামার প‌রিবার সদস্য‌দের মাধ্য‌মে কু‌মিল্লা বিজ্ঞ অাদাল‌তে অাইনগত ব্যবস্হা গ্রহন কর‌বো।  

মোঃ শাহ আলম ধনুয়া‌খোলা সৌদী প্রবাসী  (বিজ্ঞাপন)

এই বিভাগের আরো খবর