শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৭

অনলাইনে জুয়ার মাধ্যমে কোটি টাকা পাচার, উল্কা গেমসের সিইও গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

অনলাইনে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের মূলহোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদকে গ্রেফতার করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় চক্রের সঙ্গে জড়িত আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।

রোববার (৩০ অক্টোবর) রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, অনলাইন গেম বানানোর কথা বলে ‘তিন পাত্তি গোল্ড’সহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে আসছিল চক্রটি। এ চক্রের মূলহোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান কমান্ডার মঈন।

এই বিভাগের আরো খবর