শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার চেক প্রদান

আরিফ চৌধুরী :

প্রকাশিত : ০৬:১২ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

দেশব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে  ক্ষতিগ্রস্ত খেলোয়ার, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠন, ক্রীড়া সংশ্লিষ্টদের ৪৫ জনকে ৭ হাজার টাকা করে এবং ২০১৯/২০২০ ইং অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব অনুকূলে অনুদান মঞ্জুরীর ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা চেক বিতরণ করা হয়েছে। 

উক্ত চেক বিতরণ অনুষ্ঠান গাজীপুর জেলা প্রশাসক সংলগ্ন নাটমন্দির মিলনায়তনে গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা সহকারী কমিশনার শিক্ষা শাখা উম্মে হাবিবা ফারজানার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। 

অর্থ সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল।

আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সর্দার, সিনিয়র সহকারী কমিশনার সাধারণ শাখা রাবেয়া পারভেজ, গাজীপুর জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা একে এম পলাশ, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।