শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

করোনায় মারা গেলেন প্রখ্যাত সার্জন আবদুল্লাহ আল ফারুক

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ছিলেন তিনি।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এফডিএসআরের তথ্য মতে, দেশে এ পর্যন্ত ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১১ জন চিকিৎসক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।