শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

মহেশখালীতে গ্যাস সংকট আরো ১০ দিন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

সাগরতলের এলএনজি পাইপ লাইনের বাল্ব মেরামতের কাজ চলমান থাকায় আরো প্রায় দশদিন গ্যাস সংকটের মধ্যে কাটাতে হবে মহেশখালীর নগরবাসীকে।  পাইপ লাইন মেরামতের কাজ শেষ হবে ১৫ নভেম্বর ।
 
সোমবার বিভিন্ন এলাকায় গ্যাস সংকট ছিল। গ্যাস সংকটের কারণে অনেক বাসা-বাড়িতে রান্নাবান্নার কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

 গ্যাস সংকট সম্পর্কে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার কাস্টমার মেন্টেনেন্স অনুপম দত্ত জানান, এলএনজি সাগরতলের বাল্বটি মেরামতের জন্য এক্সিলেটর এনার্জি কাজ শুরু করেছে। তবে সাগরের স্রোত এবং জোয়ার-ভাটা বুঝে কাজ করতে হচ্ছে। বাল্বের লিক মেরামতে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে এক্সিলেটর এনার্জি।

অনুপম দত্ত জানান, গতকাল জাতীয় গ্রিড থেকে ২২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া গেছে। এ সরবরাহ আরো বাড়ানোর চেষ্টা চলছে। 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় মহেশখালী সাগরতলে এলএনজি বাল্বে লিক হওয়ায় এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনশ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ বন্ধ থাকায় নগরীতে সৃষ্টি হয় তীব্র গ্যাস সংকট ।