শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৫ ১৪৩১   ০৭ রবিউস সানি ১৪৪৬

দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

মোঃ জামিউল ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার


জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ০১ টায় উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে একটি র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য সাইদুল ইসলাম, শিক্ষক মামুনুর রশীদ ও ফয়সল আহমদ প্রমুখ। এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন।