শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

টাইগারদের সামনে আজ ইতিহাস সৃষ্টির হাতছানি

তানভীর মুজাহিদ

প্রকাশিত : ১০:১৮ এএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার


ভারতের মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরটা এতোটা রোমাঞ্চকর হবে তা হয় তো জানা ছিল না কারো। তিন টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটিতে জয়ে সিরিজে ১-০ এগিয়ে মাহমুদুল্লাহ-মুশফিকরা। 

দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচের আগে মুশফিকদের হাতছানি দিচ্ছে নতুন ইতিহাস সৃষ্টির। চলমান এ সিরিজের এখনো দুটি ম্যাচ রয়েছে। একটিতে জিতলে প্রথমবারের মত ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয় করবে বাংলাদেশ। তাও আবার স্বাগতিক ভারতের মাটিতে। 

এর মধ্যদিয়ে সংক্ষিপ্ত পরিসরের এ খেলায় নিজেদের আরো সমৃদ্ধ করতে পারবে মুশফিকরা। তাইতো, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে চায় না টাইগাররা। এ ম্যাচেই সে ষোলকলা পূর্ণ করতে চায় তারা। 

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের গুজরাট রাজ্যের রাজকোটের সৌরাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচে বায়ুদূষণের তেমন একটা প্রভাব না থাকলে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় পণ্ড করে দিতে পারে এ ম্যাচ। তবে গতকাল বুধবার দেশটির আবহাওয়া জানিয়েছে, ম্যাচ শুরু হওয়ার আগেই ক্রমেই দুর্বল হতে থাকবে ঘূর্ণিঝড়টি। তাই, আশঙ্কা থাকলেও আপাতত ম্যাচের দিকে তাকিয়ে উভয় দল।