শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

দ্বিতীয় ম্যাচে যুব দলের ড্র

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

 

ওমানের গোলমুখে বাংলাদেশের একটি আক্রমণপ্রথম ম্যাচে ওমানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ যুব দল। কিন্তু দ্বিতীয় ম্যাচ হাসিমুখে শেষ করতে পারেনি স্বাগতিকরা, ড্র করেছে ২-২ গোলে।


বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩১ মিনিটে মাহবুব হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে তিন মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে সমতা নিয়ে আসেন ওমানের রাশেদ আল ফাজারি।


৪১ মিনিটে ফাজারির ফিল্ড গোলেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুই মিনিট পর লাল-সবুজ দলকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।


সহজ জয়ের পরদিন ড্র করে হতাশ বাংলাদেশের কোচ মামুনুর রশীদ। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে বড় জয়ের কারণে আজ ছেলেরা কিছুটা হালকা মেজাজে খেলেছে। সেজন্য আমরা ড্র করেছি। আজকে আমাদের দল পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। আশা করি, পরের ম্যাচে ছেলেরা জয় এনে দেবে দলকে।’