বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

ভারতের গান্ধী জয়ন্তী ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ছুটি কাটিয়ে বুধবার সকাল থেকে বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থলবন্দরের আমাদানির-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া। এর ফলে আবারও কর্মচঞ্চল হয়ে ওঠেছে দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী এ স্থলবন্দরটি।

রাজীব উদ্দিন ভূইয়া তরুণ কন্ঠকে জানান, গত ২ অক্টোবর ভারতের গান্ধী জয়ন্তী উপলক্ষে ওইদিন পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ৩ অক্টোবর একদিন পণ্য রফতানি হলেও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে বুধবার (৯ অক্টোবর) থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।