বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তিন পেট্রোল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিন পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ও দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (৯ অক্টোবর) এসব পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেন বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার।

অভিযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকার মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন ও মেসার্স হাই অ্যান্ড কোং পেট্রোল পাম্প।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিম, সহকারী পরিচালক ও প্রকৌশলী মো. রাকিবুল আলম উপস্থিত ছিলেন।