শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

ডেঙ্গুতে যারা বেঁচে যাচ্ছে, তাদের আল্লাহই বাঁচাচ্ছে

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ডেঙ্গুতে যারা বেঁচে যাচ্ছে, তাদের আল্লাহই বাঁচাচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এডিস মশার কার্যকর ওষুধ নিয়ে দুই সিটি করপোরেশনের প্রতিবেদন পাওয়ার পর এ মন্তব্য করেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে যে ব্যবস্থাই নেওয়া হচ্ছে তাতে কেউ বাঁচছে না। যারা বেঁচে যাচ্ছে, তাদের আল্লাহই বাঁচাচ্ছে।’

এসময়, ডেঙ্গু প্রতিকারে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

দক্ষিণ সিটি করপোরেশন জানায়, মঙ্গলবার থেকেই নতুন ওষুধের প্রয়োগ শুরু হচ্ছে। অন্যদিকে, নতুন মশার ওষুধ অধিক কার্যকরী বলে হাইকোর্টকে জানায় উত্তর সিটি করপোরেশন।

এরআগে, গত ৫ আগস্ট ভারত থেকে আনা হয় এডিস মশা মারার ওষুধের নমুনা। প্রায় ৪৮ ঘণ্টা ধরে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়।