শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

বেশি দামে সিগারেট বিক্রির অপরাধে খুচরা বিক্রেতাকে কড়া হুশিয়ারি

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর কয়েকটি ব্যান্ডের সিগারেট (পাইলট, ডার্বি ও হলিউড) বেশি দামে বিক্রি হচ্ছে বলে ভোক্তাদের অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে।

এমতাবস্থায় কোম্পানীর প্রতিনিধি ও স্থানীয় কতৃপক্ষ লালমাই থানা পুলিশকে বিষয়টি আবগত করেন। এ ঘটনার প্রেক্ষিতে গত ০১ আগষ্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিট লালমাই থানা পুলিশের সাব-ইন্সপেক্টর হারুন এর নেতৃতে একদল পুলিশ বাঘমারা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। এসময় অতিরিক্ত দামে সিগারেট বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কঠিন হুশিয়ারী উচ্চারন করেন কোম্পানীর প্রতিনিধি ও স্থানীয় পরিবেশক কতৃপক্ষ ।

উল্লেখ্য, বাঘমারা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মেসার্স জামাল ষ্টোরের মালিক মোঃ জামাল এবং বাঘমারা নার্সারী সম্মুখে অবস্থিত সুপ্রিয়া ষ্টোরের মালিক বাবু সংকরকে বেশি দামে সিগারেট বিক্রি করায় সতর্ক করা হয়েছে। পরবর্তীতে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কঠিন হুশিয়ারী উচ্চারন করেন।