শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

সাত কলেজ নিয়ে কটুক্তির প্রতিবাদে সিফাতের বিরুদ্ধে বিক্ষোভ

এম.মেহেদী হাসান 

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঢাবি শিক্ষার্থী সিফাতের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উক্ত মিছিলে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী খন্দকার ইরফান আহমেদ ফাহিম বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের কখনও দাবী ছিলোনা তাদের ঢাবির অন্তর্ভূক্ত করা তবুও প্রশাসনিক সিদ্ধান্তে তা করা হয়েছিলো। এতে সাত কলেজের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের শিক্ষার্থীরা ঢাবির শিক্ষার্থীদের বিরুদ্ধে না কিন্তু ঢাবির শিক্ষার্থী সিফাত আমাদের শিক্ষার্থীদের নিয়ে যে ভাষায় কথা বলেছে এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায়না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সিফাতকে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবে। একইসাথে সাত কলেজের শিক্ষার্থীদের সমস্যা গুলো সমাধানে ঢাবি প্রসাশনকে দায়িত্ব নিতে হবে। সোহরাওয়ার্দী ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা এ দাবির সাথে একমত পোষণ করে আরো বলেন, সিফাত যদি অনতিবিলম্বে ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে মানহানীর মামলা করা হবে।  পরদিন ১১টায়  একই দাবীতে বিক্ষোভ করার ঘোষনা দিয়ে আজকের তাদের কর্মসূচী স্থগিত করে।