রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি ওদুদ

মোঃ মাহিদুল ইসলাম ফরহাদ

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্মেন্ট কোভিড -১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)শীর্ষক প্রকল্পের আওতায় মহানন্দা বাসস্ট্যান্ড হতে লাখেরাজ পাড়ায় দায়রাজজ এর বাসভবন পর্যন্ত রাস্তার নির্মান কাজের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।শনিবার সকাল সাড়ে ৯ টায় মহানন্দা বাসস্ট্যান্ডে পৌরসভার প্যানেল মেয়র মোঃ সালহে উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও রাস্তার কাজের ফলক উন্মোচন করেন ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন শেখ হাসিনা সরকার আছে বলে দেশে আজ রাস্তাঘাট থেকে শুরু করে দেশের বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। উন্নয়নের ধারা গতিশীল রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে সকলের কাছে দোয়া চান তিনি। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ২, জিয়াউর রহমান আরমান,প্যানেল মেয়র ৩ নাজনীন ফাতেমা জিনিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, পৌরসভার প্রধান প্রকৌশলী তৌফিক আহমেদ,৩ নং ওয়ার্ড সভাপতি গুলজার আলী,সাধারন সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন