শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ-তুরস্ক

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত রামিস সেন। উভয়পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত রামিস সেন। উভয়পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন।

বুধবার (২৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেয় উভয়পক্ষ।

তুরস্কের রাষ্ট্রদূত ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে উদ্ধারকারী দল এবং ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, জরুরি প্রয়োজন বাংলাদেশ ও তুরস্ক একে অপরের পাশে থাকবে।

নতুন রাষ্ট্রদূতের মেয়াদে ঢাকা-আঙ্কারার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা কামনা করেন।