শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

মোহনপুরে ব্র্যাক অগ্নি`র সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত 

রাজশাহী প্রতিনিধিঃ

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার

রাজশাহীর মোহনপুরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স আয়োজনে অগ্নি প্রকল্প- এ্যাওয়ারনেস,এ্যাকশনস এ্যান্ড এডভোকেসি ফর জেন্ডার ইক্যুয়াল এ্যান্ড সেইফ স্পেসেস ফর উইমেন এ্যান্ড গার্লস সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

মোহনপুর উপজেলা অফিসার্স ক্লাবে ২৫ জানুয়ারি বুধবার বেলা ১১টার সময় ব্র্যাক রাজশাহী অগ্নি প্রকল্প  অফিসার মিতা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্ জোহ্রা। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, সহকারী কমিশনার ভূমি প্রিয়াংকা দাস,মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা. সেলিম বাদশাহ্,সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর, মৌগাছি ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, মোহনপুর সরকারি কলেজের ইংরেজি প্রভাষক রোকসানা মেহেবুব চপলা, মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই আলহাজ উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শাহিন সাগর,ইউপি সচিব এনামুল হক, রাসেদুল ইসলাম, রাকিবুল ইসলামসহ সকল ইউপি'র সচিব ও বেসরকারি স্বাস্থ্য বিভাগে কর্মরতরা ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

প্রকল্পটি রাজশাহী  জেলার ৯টি উপজেলায় নারীদের প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধে ৪৭টি স্কুলে ৯ হাজার ৪'শ শিক্ষার্থীর মাঝে যৌন হয়রানি মুক্ত সমাজ গঠণ, সচেতনতামুলক সেশন, ৩৫০ টি স্টলে সাড়ে ৩ হাজার জন, গণপরিবহনের মালিক সমিতির মালিক, শ্রমিক, ড্রাইভার, কন্ডাকটর, হেলপার ও হকারদের মাঝে গনপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে ওরিয়েন্টেশন ব্র্যাক অগ্নি প্রজেক্ট এ চলমান রয়েছে বলে জানান অগ্নি প্রজেক্ট টেকনিক্যাল ম্যানেজার হাবিবুর রহমান।

এ মিটিং এ বিভিন্ন সেক্টরের লোকজন উপস্থিত ছিলেন।

প্রকল্পটি গাজীপুর ও রাজশাহী জেলায় বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।