বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

বাহরাইনে শ্রমিক দিবসে বিশেষ আয়োজন

একরামুল হক বাহরাইন

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের উৎসাহ ও অনুপ্রেরণার লক্ষে সেরা আয়োজন নিয়ে বাহরাইনে রয়েছে শ্রমিক মেলা ২০১৯।' পরিবর্তন বাংলাদেশ,সংগঠনের উদ্যোগে, বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ সমাজের সহযোগীতায়" পহেলা মে, স্থানীয় সালমাবাদ গালফ এয়ার ক্লাবে প্রথমবারের মত এ মেলা অনুষ্ঠিত হবে।ঐ দিন স্থানীয় সময় সকাল ৮-টা হতে রাত ১১-টা পর্যন্ত চলবে এ মেলার সকল আনুষ্ঠানিকতা। এতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে মোমেন থাকার সম্ভাবনা রয়েছে বলে "পরিবর্তন বাংলাদেশ, র চেয়ারম্যান মিসবাহ আহম্মেদ জানিয়েছেন।এ বিষয়ে তিনি এখনো বাংলাদেশে রয়েছেন। শ্রমিক দিবসের এ মেলায় ব্যাতিক্রমি আয়োজনের মধ্যে রয়েছে দোয়া মাহফিল, প্রত্যেকটি জেলা,বিভাগ ও সর্বোপরি বাংলাদেশকে বিন দেশে তুলে ধরার ষ্টল।বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেলের বিনা মূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান,প্রীতি ফুটবল ম্যাচ,অদক্ষ শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য নিবন্ধনের সুযোগ,বাহরাইনের বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ, শ্রমিকদের নিকট শ্রম বা শ্রমিক( এল এম আর এ) ও ইমিগ্রেশনের নিয়ম কানুন সম্পর্কে ধারণা প্রদান,বিভিন্ন প্রাসঙ্গিক ও সমসাময়িক বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ,প্রজেক্টের -শো,সবাইকে নিয়ে বিনোদন মুলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেরা শ্রমিক,সেরা উদ্যোক্তা,সেরা সমাজ কর্মীদের মধ্যে এ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে মেলার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
এ দিকে দিবসটি ঘিরে দূতাবাসের পক্ষে নানা কার্যক্রম ও শ্রমিকদের কল্যানে বাহরাইনে বাংলাদেশিদের মধ্যে বিভাগীয় পরিষদ গঠনের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন, বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।