বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

কাজের আশায় ঢাকায় এসে প্রাণ গেল বুলবুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বুলবুল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাত ১১টার সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বুলবুলের মামাতো ভাই মোসলেম ঢাকা পোস্টকে বলেন, অভাবে সংসার তাই আমরা দুজন ঢাকায় এসেছিলাম কাজ খুঁজতে। কিন্তু কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাই। পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাঁটা পড়ে গুরুতর আহত হয় বুলবুল। এতে তার ডান পা কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি নীলফামারী জেলার পলাশপুর। তার বাবার নাম মো. রশিদুল ইসলাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিমানবন্দর থেকে ট্রেনে কাটাপড়া এক কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিমানবন্দর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি।