মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৫

যাত্রাবাড়ীতে অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৮

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রিকশা চোরচক্রের মূলহোতাসহ আট জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এসময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা, ২০টি মোবাইলফোন, নগদ ২১ হাজার ৯১৫ টাকাসহ আরও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতাররা হলেন-রিকশা চোর চক্রের মূলহোতা জাকির হোসেন (৩৫), মো. নান্নু সর্দার (৪৮), মনির হোসেন (৩৬), মো. সুমন সরকার (২৬), মো. বাহারুল ইসলাম (৪০), হানিফ গাজী (৪৪), মো. কাজল (৩৫) ও মো. মামুন (৩৩)।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রোববার (৯ অক্টোবর) রাতে একটি অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। অভিযানে রিকশা চোর চক্রের মূলহোতা জাকির হোসেন (৩৫) এবং তার ৭ সহযোগীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন গ্যারেজ নিরাপদ স্থান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। তাদের এমন কর্মকাণ্ডের ফলে গরীব ও নিরীহ ব্যাটারি চালিত রিকশা চালক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। এসব চোরচক্রের বিরুদ্ধে র‍্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।