শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিল সরকার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০১:২১ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

চালের মজুতবিরোধী অভিযানের ফলে চালের মূল্যে নিম্নগতি দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চালের মূল্য নিয়ন্ত্রণের জন্য এবং বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যেই চাল আমদানি করা সম্ভব হবে।

সোমবার (৬ জুন) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

চালের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এসময় ভারত থেকে গম আমদানির বিষয়ে তিনি বলেন, ভারত থেকে নতুন করে গম আমদানির সংকট কাটেনি। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ১৩ মে আবেদন করা হয়েছে। ভারত এখনও ছাড়পত্র দেয়নি।

 
বিস্তারিত আসছে…