বুধবার   ০২ জুলাই ২০২৫   আষাঢ় ১৭ ১৪৩২   ০৬ মুহররম ১৪৪৭

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মাছ বিক্রেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৬ জুন ২০২২ সোমবার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি দাস (২৫) নামের এক মাছ বিক্রেতা মারা গেছেন।
রোববার (৫ জুন) বিকেলে চৌমুহনীর মাছ বাজারে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন রনি।

রনির ভাই রানা দাস জানান, রোববার দুপুর ২টার দিকে রনি শাকপুরা চৌমুহনী বাজারে মাছ বিক্রি করতে এসেছিল। বিকেলে মাছ বিক্রির স্থানের ওপর ঝুলে থাকা ভাসমান বৈদ্যুতিক তারে হাত লেগে রনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের রণজিত দাসের ছেলে। মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন তিনি।