শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

৯ মাসের মধ্যে সর্বনিম্ন রপ্তানি

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

গত নয় মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি আয়ের রেকর্ড হয়েছে গত মে মাসে। এ মাসটিতে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ অর্থবছরের (জুলাই-জুন) আগস্টের তুলনায় মে মাসে রপ্তানি আয় কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় এ মে মাসে রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ। গত বছরের মে মাসে রপ্তানি হয়েছিল ৩ দশমিক ১ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে ঈদুল ফিতর উপলক্ষে সাত থেকে আট দিন কারখানা বন্ধ ছিল। এ সময় উৎপাদন ও রপ্তানি কার্যক্রমও বন্ধ ছিল।পাশাপাশি ইউরোপসহ বিশ্বজুড়ে উচ্চ মুদ্রাস্ফীতিও দেখা গেছে। এ কারণে চাহিদা কমে যাওয়ায় গত মে মাসে রপ্তানি কমেছে।

অন্যদিকে, গত এপ্রিল মাসে বাংলাদেশ পণ্য রপ্তানির মাধ্যমে আয় করে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।

ইপিবির প্রতিবেদন অনুসারে, মে মাসে কমলেও ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে সার্বিক রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ। আবার গোটা অর্থবছরের রপ্তানি আয় ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা।

এ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৩৫০ কোটি ডলার। বিপরীতে ১১ মাসেই রপ্তানি আয় হয়েছে চার হাজার ৭১৭ কোটি ডলার। অর্থাৎ অন্তত ৩৬৫ কোটি ডলারের বেশি রপ্তানি আয় হয়েছে।