রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২১ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

৯ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

মিলন হোসেন,

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১ জুন ২০২২ বুধবার

আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্তন গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস বন্ধ থাকলেও চালু থাকবে বিভাগের চলমান পরীক্ষাসমূহ।

(মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৫ জুন (রোববার) থেকে ৯ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে এসময় পরীক্ষা গ্রহণসহ অন্যন্য দাফতরিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।