শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

২০২৬ সালের বিশ্বকাপও খেলতে চান মেসি

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

শুধু কাতারেই নয়, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপেও খেলতে চান লিওনেল মেসি। নিজ দেশের ‘টিওয়াইসি’ স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ক্যারিয়ার জুড়ে অসংখ্য মাইলফলকে ভাস্বর মেসি। কাতার বিশ্বকাপে মাঠে নামার মধ্য দিয়েই গড়বেন অনন্য এক কীর্তি। প্রথম আর্জেন্টাইন হিসেবে খেলবেন পাঁচটি বিশ্বকাপ। 
মেসির বয়স ৩৪ চলছে। সাক্ষাৎকারে উঠে আসে তার এই বয়স প্রসঙ্গও। 

এই বিশ্বকাপই মেসির শেষ, একরকম ধরা হচ্ছিল এতোদিন। অবাক করে দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনাকেও নাকচ করেননি আর্জেন্টিনা অধিনায়ক। ফিট থাকলে ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে চান এই ক্ষুদে যাদুকর।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে খেলবেন কি না এমন এক প্রশ্নের উত্তরে মেসি বলেন, “অনেক কিছুই হতে পারে। ফুটবল সবসময় পরিবর্তনশীল। আর সত্যি বলতে, এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। কিন্তু বিষয়টা এখনও আমার কাছে পরিষ্কার নয়।”

বার্সেলোনা ছাড়ার বিষয়ে বলতে গিয়ে মেসি জানান, ‘আমি কখনো ভাবিনি বার্সেলোনা ছাড়া অন্য কোথাও খেলব। একদিন আমি জানলাম আমি থাকছি, পরের দিনই আমাকে বার্সেলোনা ছাড়তে হলো। আর তাই কোনো কিছুই এখানে চূড়ান্ত নয়।’ 

এর মাধ্যমে নতুন গুঞ্জনেরই জন্ম দিলেন মেসি।