শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

জুলাইয়ে বাজারে আসছে হাঁড়িভাঙা আম

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৫ মে ২০২২ বুধবার


দু’বছর করোনার কারণে লোকসানের পর প্রতিকূল আবহাওয়ায় ফলন ভালো হয়নি রংপুরের হাঁড়িভাঙা আমের। তবে বাগান মালিক ও ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এবার জুলাই মাসে বাজারে আসছে হাঁড়িভাঙা। সরবরাহ ঠিক রাখতে হিমাগারে আম সংরক্ষণের পরিকল্পনা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।

স্বাদে-গন্ধে অতুলনীয় রংপুরের আঁশহীন রসাল আম হাঁড়িভাঙা। দু’বছর করোনার কারণে লোকসানের মুখে পড়েন বাগান মালিকরা। এরপর প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ফলনও কিছুটা কম হয়েছে। জুনের মাঝামাঝি বাজারে এলেও ভালো লাভের আশায় জুলাইয়ে বাজারে আনতে এবার হিমাগারে সংরক্ষণের পরিকল্পনা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।
মালিক ও ব্যবসায়ীরা বলছেন, হাড়িভাঙা আম অনেক দিন সংরক্ষণ করা যায়। এতে করে শেষের দিকে বাজারে আনলে দাম ওঠে ভালো।
হাড়িভাঙ্গা আম এবার রফতানির উদ্যোগ নিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদফতর। তৎপর কৃষি বিভাগও।
 
কৃষি বিপণন অধিদফতরের উপপরিচালক আনোয়ারুল হক বলেন, 'হাড়িভাঙা আম রফতানির লক্ষ্যে আমরা খামার বাড়িতে রফতানিকারদের সঙ্গে আলোচনা করেছি। এ ছাড়া ঢাকার আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ আছে আমাদের। সম্প্রতি আমরা একটি মতবিনিময় সভা করেছি। সেখানে কৃষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা তাৎক্ষণিক সমাধান দেয়ার চেষ্টা করেছি।'

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, 'দেশে করোনার প্রকোপ কমে এসেছে। পরিবহন ব্যবস্থাও বেশ ভালো। এমন অবস্থায় আমরা আশা করছি, চলতি মৌসুমে হাঁড়িভাঙা আম লাভের মুখ দেখবে।'
 
কৃষি বিভাগ চলতি বছর ১ হাজার ৮৮৭ হেক্টর জমির বাগানে ৩০ হাজার মেট্রিক টন হাঁড়িভাঙা আম উৎপাদনের আশা করছে।