দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

রাজধানীর দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের সামনে গাড়ির ধাক্কায় মো. আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আবু বক্কর সিদ্দিক বান্দরবান সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার (৪ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু বক্করকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী অন্তরা আক্তার জাগো নিউজকে জানান, দারুস সালাম টাওয়ারের সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।