সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

রেলওয়ে পোষ্য সোসাইটির ঝুনু আর নেই

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

১৭ জানুয়ারি ভোর রাত আনুমানিক ৩ টায় রাজশাহী শহরের বোসপাড়ায় তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

 

হাফিজুর রহমান ঝুনুর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির। এক শোকবার্তায় মোঃ মনিরুজ্জামান মনির বলেন, হাফিজুর রহমান ঝুনুর মৃত্যুতে রেলওয়ে পোষ্যদের অধিকার আদায়ের সংগ্রামের অপূরণীয় ক্ষতি সাধিত হল।

 

তাঁর পিতা পাকশী বিভাগীয় স্টেট অফিসের প্রধান অফিস সহকারী আজিজুর রহমান। একজন রেল কর্মচারীর সন্তান হিসেবে তিনি সব সময় রেলওয়ে পোষ্যদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চতর স্থানে আসীন করবেন এই দোয়া করছি।