বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

অনেক কিছুই দেখছি, প্রমাণের অপেক্ষায় আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার


কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরা অনেক কিছুই দেখছি, অনেক কিছুই অনুমান করছি। প্রমাণের অপেক্ষায় আছি, প্রমাণ পেলেই আপনাদের সামনে তুলে ধরবো।’
রোববার (১৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। কুমিল্লার ঘটনার অগ্রগতি কতদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এ ঘটনাটি হঠাৎ করে ঘটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিছুদিনের মধ্যে এটি আমরা আরও ক্লিয়ার করতে পারবো। আপনারা বলছেন, কুমিল্লার ঘটনার অগ্রগতি কী? কুমিল্লায় যে ঘটনা ঘটেছে আমরা এটি খুব সিরিয়াসলি দেখছি। একটা নির্ভুল তদন্তের মাধ্যমে সব ঘটনা জানাবো। খুব শিগগির জানাবো বলে আশা করছি।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুধু কুমিল্লায় নয়, রামু, নাসিরনগরে এ ধরনের ঘটনা ঘটেছে। সম্প্রদায়িক উত্তেজনা করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য ছিল। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। এ রকম পরিস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কাদের লাভ হবে- আপনাদের কাছে সেই জিজ্ঞাসা আমার।’

তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনার পর চাঁদপুরের হাজীগঞ্জে চারজন প্রাণ হারিয়েছেন। পুলিশ সমস্য আহত হয়েছেন। এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেছে, নোয়াখালীতে হয়েছে, ফেনীতে হয়েছে, কক্সবাজারে হয়েছে। নোয়াখালীতেও প্রাণহানি হয়েছে। যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে জানাবেন। আমরা সুনিশ্চিত এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, সম্প্রীতির দেশ বাংলাদেশ এটাকে বিনষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ কাজ যে করেছেন, কারও ইন্ধনে করেছেন।’

‘আমরা সবকিছু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই করবো। যাতে এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস যেন কেউ না পায়’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঘটনার পেছনে দেশের বাইরের কোনো ইন্ধন আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি এ মুহূর্তে কিছুই বলছি না। আমাদের দেশের লোকেরই তো অভাব নেই। দেশের বাইরে থেকে কলকাঠি নাড়ছে কি না, সেগুলোও তদন্তে বেরিয়ে আসবে। সত্যিকারে যে ঘটনা ঘটেছে, সবকিছু আমরা শিগগির জানাতে পারবো।’

কুমিল্লার ঘটনায় কোনো গ্রেফতার আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কুমিল্লার ব্যাপারে আমরা দু-তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছি। যারা করেছেন তাদেরও চিহ্নিত করবো এবং শিগিগিরই আপনাদের জানাতে সক্ষম হবো।’

জড়িতদের চিহ্নিত করা হয়েছে, চিহ্নিতদের মধ্যে কয়েকজন গ্রেফতার আছেন- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার যতদূর মনে পড়ে আমি বলেছিলাম তাদের চিহ্নিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আমরা শিগগিরই তাদের অ্যারেস্ট করতে পারবো, এ রকম কিছু বলেছি। আমরা সেই জায়গাটিতেই আছি।’

বিএনপি বলেছে, মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকারই এ ধরনের ঘটনা ঘটিয়েছে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকে অনেক কিছু বলছেন, সেগুলো তথ্যভিত্তিক নয়। যেগুলো উদ্দেশ্যমূলক সেগুলো বলার জন্য বলা।’

গত কয়েকদিনে প্রধানমন্ত্রীর ভারতের দিকে ইঙ্গিত করে কিছু বক্তব্য দিয়েছেন। ভারতের কোনো এজেন্সি আমাদের এখানে অস্থিরতা তৈরি করার জন্য সক্রিয় কি না, এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্লেষণ করে বলেছেন। এখানে আমার মন্তব্য করা সমীচীন হবে না। আমি যেটুকু বলতে চাই, আমাদের কাছে যেটুকু প্রমাণ রয়েছে, সেগুলোর ভিত্তিতে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, তার কাছে তথ্য রয়েছে। সে অনুযায়ী তিনি বলেছেন। আমার কাছে যে পর্যন্ত তথ্য আসে, আমি সেই টুকুই বলি।’