শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

নওগাঁয় আশ্রয়ন প্রকল্প চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৮ জুলাই ২০২১ রোববার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের আবাদপুর এ নির্মিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প এর পুনর্বাসিত ৬৯টি পরিবারের মাঝে ৫টি করে প্রায় ৫শত ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ গাছ বিতরণ ও কৃষ্ণচুড়া গাছ রোপন কর্মসূচী পালিত হয়েছে। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এর ধারা বাহিকতায় গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় নওগাঁর বৃক্ষ প্রেমিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যেগে এ গাছ রোপন কর্মসূচী পালিত হয়েছে। এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, সিএনএন বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি সোহেল রানা, মধুমতি টিভির নওগাঁ প্রতিনিধি সজিব হোসেন সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।