শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

বালিয়াডাঙ্গী সীমান্তে পৃথকভাবে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে পৃথকভাবে আনসার আলী (৩৫) ও রুবেল হোসেন (৩২), নামের দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি বিএসএফ সদস্যরা।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রামের আনসার আলী আজ ভোররাতে ভারতের পানিপথ থেকে কাজ করে বাড়ী ফেরার পথে উপজেলার কান্তভিটা সীমান্তের ৩৯০ মেইন পিলারের নিকট এলে ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার

ইসলামপুর থানার হাটখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা  এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের মড়লহাট গ্রামের মরহুম আব্দুর রউফের ছেলে রুবেল হোসেন চোপাড়া সীমান্তের ৩৭৯ মেইন পিলারের নিকট গরু কনতে গেলে এসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চাকলাগড় ক্যাম্পের বিএএফ সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটকের পর শারিরীক নির্যাতন চালিয়ে আহত করার পর টেনে হিঁচড়ে তাদের ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইসলামপুর থানা পুলিশের নিকট সোর্পদ করে।

এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিজিবি’র পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি বিএসএফকে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হলে বিএসএফ’র পক্ষথেকে কোন প্রতিউত্তর পাওয়া যায়নি।

এব্যাপারে, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনে পাড়িয়া কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মজিবুল হক জানান, এলাকাবাসীদের মুখে বাংলাদেশী যুবককে আটকের বিষয়টি শুনেছি তবে এযাবত পারিবারিকভাবে কোন অভিযোগ পাওয়া যায়নি।