শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

জামালপুরে ১২ হাত লম্বা অজগর মারল গ্রামবাসী

শারমিন আক্তার

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

জামালপুরে ১২ হাত লম্বা একটি অজগর সাপ মেরে মাটিতে পুঁতে ফেলেছে গ্রামবাসী। ২০ অক্টোবর দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অজগরটি দেখতে সেখানে শত শত মানুষ ভিড় করেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার হরিনাকান্দা গ্রামের হরিনাকান্দা বিলের পানিতে ১৯ অক্টোবর বিকেলে স্থানীয় সফর উদ্দিন নামের এক ব্যক্তি বিলের পাশ দিয়ে যাওয়ার পথে একটি বিশালকায় অজগর সাপ দেখতে পান। তিনি গ্রামবাসীকে জানালে মুহূর্তের মধ্যে সেখানে শত শত লোক সমাগম ঘটে। একপর্যায়ে গ্রামবাসী সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। ২০ অক্টোবর সকালেও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ মৃত অজগর দেখতে ভিড় করেন সেখানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটি লম্বায় প্রায় ১২ হাত এবং ওজন আনুমানিক প্রায় ৪০ কেজির মতো হবে। স্থানীয়রা ২০ অক্টোবর বেলা ১২টার দিকে হরিনাকান্দা বিলের পাড়ে গর্ত করে মৃত অজগরটিকে মাটিচাপা দিয়ে ফেলেছে। ওই গ্রামে আরো অজগর বা অন্যান্য সাপ থাকতে বলে এলাকাবাসী ধারণা করছেন। অজগরটি রক্ষার জন্য স্থানীয়রা অনেকেই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন করে জানালেও ইউনিয়ন পরিষদ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। একই সাথে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে অজগরটিকে মেরে ফেলার ঘটনায় স্থানীয়দের অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন আমীন এ প্রতিবেদককে জানান, অজগরটি মেরে ফেলার পর জেনেছি। আগে জানলে হয়তো অজগরটিকে রক্ষা করতে পারতাম। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।

স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সজিব রহমান এ প্রতিবেদককে বলেন, গ্রামবাসী হয়তো ভয়েই অজগরটিকে মেরে ফেলেছে। সময় মতো জানলে হয়তো ব্যবস্থা নেওয়া যেতো।