বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

চীনা সেনাকে বিশেষ প্রটোকলে ফিরিয়ে দিলো ভারত

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

আটক সেই চীনা সেনাকে বিশেষ প্রটোকল দিয়ে ফিরিয়ে দিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার রাতে পিপিল’স লিবারেশন আর্মি- পিএলএ’র কাছে লাদাখের চুমার-ডেমচক সীমান্তে থেকে আটক ওই সেনাকে হস্তান্তর করে ভারতীয় বাহিনী।

গত সোমবার ওয়াং ইয়া লং নামে ওই সেনা ভুলবশত ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। পরে তাকে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে তাকে আটক করে ভারতীয় বাহিনী। তার কাছ থেকে বেশকিছু সামরিক নথি পাওয়া গেছে বলে জানায় ভারতীয় সেনা।

ওয়াং ইয়া লং চীনা সেনাবাহিনীতে করপোরাল পদে কর্মরত। আটকের পর তাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়। এমনকি তার চিকিৎসার ব্যবস্থাও করা হয় বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। পরে চীনের পক্ষ থেকে নিখোঁজ সেনার বিষয়ে ভারতের কাছে জানতে চাইলে তার অবস্থান জানানো হয়।