শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

ধর্ষণ ও নারীনির্যাতনের বিরুদ্ধে টঙ্গীতে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ুন কবির বাপ্পিঃ

প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

 

গাজীপুরের টংগীতে সকাল সাড়ে ১০টায় ৪৩নং ওয়ার্ডে  কাউন্সিলরের কার্যালয় প্রঙ্গনে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতি‌টি সমা‌বেশ স্ব-স্ব বি‌টের ফেসবুক পেইজে সরাস‌রি সম্প্রচার করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফুল কবির বলেন সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। মেট্রোপলিটন এলাকায় সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে আরো উপস্থিত থাকেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া,৪৩নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফিরোজা আক্তার ফিরু,টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, টঙ্গী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।