শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

মানিকগঞ্জের সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকচাপায় মোটরসাইকেলচালক মো. আবদুল্লাহ শিকদার (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.আবদুল্লাহ শিকদার মাগুরার জেলার কৌশিক শিকদারের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করতেন।

মানিকগঞ্জ সদর থানার এসআই লুৎফর রহমান জানান, শনিবার ভোরে আবদুল্লাহ শিকদার মোটরসাইকেলে (মাগুরা ল-১১-৩৪৯৮) ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন।

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সিলিন্ডারবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়।  

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এরপর তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

অপরদিকে ঘাতক ট্রাকটি ঢাকার উদ্দেশে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই ট্রাকটি সিংগাইর উপজেলার গাড়াদিয়া ব্রিজের কাছে উল্টে যায়। এ সময় ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।