রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার
এমসি কলেজের ধর্ষণকাণ্ডে জড়িতদের পরিবার থেকে বলা হচ্ছে তাদের ছেলেরা অপরাধী ছিল না। ভালো ছাত্র ছিল। ছেলেদেরকে উচ্চশিক্ষার জন্য কলেজে পাঠিয়েছেন তারা ,সেখানে রাজনীতিতে জড়িয়ে অবশেষে তাদের ছেলেরা বিপথগামী হয়েছে ।এ দায় রাজনৈতিক কর্তৃপক্ষকে নিতে হবে ।অভিবাবকেরা বলেছেন, বাবা-মায়েরা শিক্ষা প্রতিষ্ঠান তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে আসার পর ছেলেরা যখন বিপদগামী হয় তাহলে এর দায় কার? রাজনৈতিক ছত্রছায়ায় মূলত একজন ছাত্র একসময় হিংস্র অপরাধী হয়ে উঠে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাঁড়াতে পারেন না। এছাড়া রাজনৈতিক ছত্রছায়ায় থেকে যুবসমাজ মাদক সন্ত্রাস নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা সহ ভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ায় দায় আমাদের রাজনীতিকদের এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? সন্ত্রাস দুর্নীতি মাদক ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ সমূহ নির্মূলের আমাদের রাজনীতিবিদদের মধ্যে শুদ্ধাচার জরুরী।।