শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৯

৮ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মিলন হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

আসন্ন দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ২ অক্টোবর (রবিবার) হতে ৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত ৮ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

(বৃহস্পতিবার) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামাन স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি  এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ অক্টোবর (রবিবার) থেকে ৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

 

অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমের কথা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতরসমূহ আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত (৫ দিন) বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

যদিও দু-দিন (শুক্র-শনি) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ ছুটিতে মোট বন্ধ পাচ্ছেন ১০ দিন।

ছুটি শেষে আগামী ১০ অক্টোবর, ২০২২ থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও দফতরসমূহ চালু থাকবে।

এই বিভাগের আরো খবর